"https://www.facebook.com/sonatandhormo>

Tuesday, January 13, 2015

জার্মানিতে ইসলাম ধর্মকে নিশিধ্য করার জন্য মিছিল

জার্মানিতে অভিবাসন ও ইসলামীকরণের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে।http://www.bbc.co.uk/bengali/news/2015/01/150106_mrk_germany_islam_protest
এই সমাবেশকে উল্লেখ করা হচ্ছে সাম্প্রতিক কালের বৃহত্তম সমাবেশ হিসেবে।
পূর্বাঞ্চলীয় ড্রেসডেন শহরে অনুষ্ঠিত এই সমাবেশে ১৮ হাজারের মতো মানুষ অংশ নেয়।
মাত্র কয়েকজন সমর্থককে নিয়ে গত অক্টোবর মাসে জার্মানিতে এই আন্দোলন শুরু হয়েছিলো।
এই আন্দোলন স্থানীয়ভাবে পেগিডা নামে পরিচিত। সোমবার রাতে তারা স্টুটগার্ট, ম্যুইন্সটার এবং ড্রেসডেন শহরে প্রতিবাদ সমাবেশ করেছে।

পেগিডার একজন নেতা ক্যাথরিন ওয়েরটেল ড্রেসডেনের সমাবেশে বলেছেন, “জার্মানিতে আবারও রাজনৈতিক দমনপীড়ন শুরু হয়েছে।”
এই পেগিডার বিরুদ্ধেও দেশটিতে আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে। পাল্টাপাল্টি সমাবেশ হয়েছে বিভিন্ন শহরে।
পেগিডার বিরুদ্ধে অভিযোগ যে তারা বর্ণবাদ এবং অসহিষ্ণুতাকে উস্কানি দিচ্ছে।http://www.bbc.co.uk/bengali/news/2015/01/150106_mrk_germany_islam_protest

No comments:

Post a Comment