"https://www.facebook.com/sonatandhormo>

Tuesday, January 13, 2015

জাগ্রত সনাতন ধর্ম ঐক্য পরিষদ

                                                           ওঁ নমঃ নারায়নায়

 ধর্ম ঐক্য গড়ো                                    ধর্মীয় শিক্ষা জোরদার করো                                         সনাতন জাতীকে রক্ষা করো

                             জাগ্রত সনাতন ধর্ম ঐক্য পরিষদ

                                     অস্থায়ী অফিস : ঠাকুর দাস লেন, বানীয়া নগর, সূত্রাপুর, ঢাকা।
                        যোগাযোগ : ০১৭৯০২২৫২৪৩  e-mail adress -- sonatandhormo@gmail.com


প্রিয় সনাতন ধর্মালম্বী ভাই ও বোনেরা,
জাগ্রত সনাতন ধর্ম ঐক্য পরিষদ এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরি শুভেচ্ছা ও অভিনন্দন।
সনাতন ধর্মের উন্নয়নের প্রয়জনেই আমরা “জাগ্রত সনাতন ধর্ম ঐক্য পরিষদ” নামে একটি সম্পূর্ন অরাজনৈতিক, বর্ন বৈষম্যহীন ও কল্যানমূলক সার্বজনিন সংগঠন গড়েছি।
আমাদের সনাতন ধর্ম আজ ছন্ন ছাড়া, যে যার মত চলছে, ক্ষুদ্র ক্ষুদ্র হাজার হাজার মতবাদ, মতভেদ ও বর্ন বৈষম্য তৈরি করছে ধূম্র ছায়া ও আমাদের ধর্মের মূল ধারাকে করে দিচ্ছে ধামাচাপা। উদ্ভব হচ্ছে নতুন নতুন সমস্যার, ভাবিতেছি শুধু নির্ন্তর, আমরা ছিলাম কোথায়, আছি কোথায় আর যাব কোথায় ? এই বিষয়ে কি কারও কোন চিন্তা বা চেতনা নাই?
আজ ভারতীয় উপমহাদেশে সনাতন ধর্মাবলম্বীদের চেতনা বিলুপ্তির সম্মুখীন, নেই কোন জোরাল ধর্মীয় শিক্ষার ব্যবস্থা। যেই ধার্মিক ধর্মকে সঠিকভাবে পালন না করে, সেই ধর্ম কি ধার্মিককে রক্ষা করে? সমন্বয়হীনতাই ধর্ম ও ধার্মিকের মধ্যে বিচ্ছেদ করে, এই সমন্বয়হীনতাই সকল কিছু্র মধ্যে বিচ্ছেদ ও দ্বন্দের কারন I
সনাতন ধর্মে দরিদ্রদের সাহায্য করার জোরাল বিধান করা একান্ত দরকার, ধর্মীয় শিক্ষা ব্যবস্থা জোরদার করা একান্ত দরকার , নিজেদেরকে একত্রিত হয়ে রক্ষার চেষ্টা করতে হবে, এই ছাড়া আমাদের এখন আর কোন উপায় নাই। কারন শত্রুরা কোন একক বর্নের উপর হামলা করেনা, তারা সবাইকে সনাতন হিসেবেই চিনে। আমরা সনাতন যে একটা জাতি, জাতি হিসেবে আমাদের একটা জাতীয় শক্তিশালী ঐক্য গড়ে তোলার দরকার। সনাতন ধর্মাবলম্বীদের জাগ্রত হওয়ার শেষ সময় এখনি, তা নাহলে কয়েক বছরের মধ্যে বাংলাদেশে ইতিহাস হয়ে যাবে সনাতন ধর্মাবলম্বীরা ।
আমরা সনাতন সম্প্রদায় প্রতিদিন প্রতি মুহুর্তে লাঞ্চনা, বঞ্চনা ও নির্যাতন, মন্দিরে মন্দিরে অগ্নি সংযোগ, প্রতিমা ভাংচুর ও সনাতনী নারীদের সম্মানহানী সহ বিভিন্ন অত্যাচারের স্বীকার হচ্ছি। ২০০১ সাল থেকে ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত মন্দির ভাংচুর হয়েছে ১৬৯৯ টি, ধর্মান্তরিত হয়েছে ৪০৬৪ জন, সনাতন ধর্মালম্বী পরিবার উচ্ছেদ হয়েছে ৫০৫০ টি, ৩০২ জন সনাতন ধর্মালম্বীদের হত্যা করা হয়েছে, ৩৯২ জন সনাতনি নারী ধর্ষিত হয়েছে, ২৯০০ জন নারী নির্যাতিত হয়েছে , ২ হাজারেরও বেশি সনাতনিদের বাড়িতে অগ্নিসংযোগ লুটপাট করা হয়েছে ও পুলিশি হেফাজতে ৫০জন সনাতনীকে হত্যা করা হয়েছে।
আর নয় সনাতন ধর্মালম্বীদের উপর নির্যাতন, নিপীড়ন, ভাংচুর ও লুটপাট। এবার আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের পালা, অন্যায়ে প্রতিবাদ করুন, সনাত ধর্মালম্বীদের উপর আর নির্যাতন চলবেনা, আর আমাদের এই অন্যায়ের পতিবাদের জন্যই সংগঠনের জন্ম।
আমাদের সংগঠনের উদ্দেশ্যঃ
১। সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় মূল্যবোধে ঐক্যবদ্ধ করা।
২। ধর্মীয় শিক্ষার জোরদার করা।
৩। ছিন্নমূল থেকে শুরু করে সনাতন সমাজের সকল অসহাদেরকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করা।
৪। বিভিন্ন কুসংস্কার ও গোঁড়ামিকে নির্মূল করা।
৫। সনাতন ধর্মের বিরুদ্ধে অপপ্রচার রোধ করা।
৬। সনাতন ধর্মালম্বীদের জন্য নিঃস্বার্থ ভাবে কল্যানমূলক কাজ করা।
আপনাদের সবাইকে আমাদের সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য উদার্ত্ত আহব্বান জানাছি।
: ধন্যবাদন্তে :
ইঞ্জিনিয়ার প্রদীপ চন্দ্র হাওলাদার ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি মধু
জাগ্রত সনাতন ধর্ম ঐক্য পরিষদ জাগ্রত সনাতন ধর্ম ঐক্য পরিষদ
ওঁ নমঃ নারায়নায় ধর্ম ঐক্য গড়ো ধর্মীয় শিক্ষা জোরদার করো সনাতন জাতীকে রক্ষা করো জাগ্রত সনাতন ধর্ম ঐক্য পরিষদ অস্থায়ী অফিস : ঠাকুর দাস লেন, বানীয়া নগর, সূত্রাপুর, ঢাকা। যোগাযোগ : ০১৭৯০২২৫২৪৩ e mail adress -- sonatandhormo@gmail.com প্রিয় সনাতন ধর্মালম্বী ভাই ও বোনেরা, জাগ্রত সনাতন ধর্ম ঐক্য পরিষদ এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরি শুভেচ্ছা ও অভিনন্দন। সনাতন ধর্মের উন্নয়নের প্রয়জনেই আমরা “জাগ্রত সনাতন ধর্ম ঐক্য পরিষদ” নামে একটি সম্পূর্ন অরাজনৈতিক, বর্ন বৈষম্যহীন ও কল্যানমূলক সার্বজনিন সংগঠন গড়েছি। আমাদের সনাতন ধর্ম আজ ছন্ন ছাড়া, যে যার মত চলছে, ক্ষুদ্র ক্ষুদ্র হাজার হাজার মতবাদ, মতভেদ ও বর্ন বৈষম্য তৈরি করছে ধূম্র ছায়া ও আমাদের ধর্মের মূল ধারাকে করে দিচ্ছে ধামাচাপা। উদ্ভব হচ্ছে নতুন নতুন সমস্যার, ভাবিতেছি শুধু নির্ন্তর, আমরা ছিলাম কোথায়, আছি কোথায় আর যাব কোথায় ? এই বিষয়ে কি কারও কোন চিন্তা বা চেতনা নাই? আজ ভারতীয় উপমহাদেশে সনাতন ধর্মাবলম্বীদের চেতনা বিলুপ্তির সম্মুখীন, নেই কোন জোরাল ধর্মীয় শিক্ষার ব্যবস্থা। যেই ধার্মিক ধর্মকে সঠিকভাবে পালন না করে, সেই ধর্ম কি ধার্মিককে রক্ষা করে? সমন্বয়হীনতাই ধর্ম ও ধার্মিকের মধ্যে বিচ্ছেদ করে, এই সমন্বয়হীনতাই সকল কিছু্র মধ্যে বিচ্ছেদ ও দ্বন্দের কারন I সনাতন ধর্মে দরিদ্রদের সাহায্য করার জোরাল বিধান করা একান্ত দরকার, ধর্মীয় শিক্ষা ব্যবস্থা জোরদার করা একান্ত দরকার , নিজেদেরকে একত্রিত হয়ে রক্ষার চেষ্টা করতে হবে, এই ছাড়া আমাদের এখন আর কোন উপায় নাই। কারন শত্রুরা কোন একক বর্নের উপর হামলা করেনা, তারা সবাইকে সনাতন হিসেবেই চিনে। আমরা সনাতন যে একটা জাতি, জাতি হিসেবে আমাদের একটা জাতীয় শক্তিশালী ঐক্য গড়ে তোলার দরকার। সনাতন ধর্মাবলম্বীদের জাগ্রত হওয়ার শেষ সময় এখনি, তা নাহলে কয়েক বছরের মধ্যে বাংলাদেশে ইতিহাস হয়ে যাবে সনাতন ধর্মাবলম্বীরা । আমরা সনাতন সম্প্রদায় প্রতিদিন প্রতি মুহুর্তে লাঞ্চনা, বঞ্চনা ও নির্যাতন, মন্দিরে মন্দিরে অগ্নি সংযোগ, প্রতিমা ভাংচুর ও সনাতনী নারীদের সম্মানহানী সহ বিভিন্ন অত্যাচারের স্বীকার হচ্ছি। ২০০১ সাল থেকে ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত মন্দির ভাংচুর হয়েছে ১৬৯৯ টি, ধর্মান্তরিত হয়েছে ৪০৬৪ জন, সনাতন ধর্মালম্বী পরিবার উচ্ছেদ হয়েছে ৫০৫০ টি, ৩০২ জন সনাতন ধর্মালম্বীদের হত্যা করা হয়েছে, ৩৯২ জন সনাতনি নারী ধর্ষিত হয়েছে, ২৯০০ জন নারী নির্যাতিত হয়েছে , ২ হাজারেরও বেশি সনাতনিদের বাড়িতে অগ্নিসংযোগ লুটপাট করা হয়েছে ও পুলিশি হেফাজতে ৫০জন সনাতনীকে হত্যা করা হয়েছে। আর নয় সনাতন ধর্মালম্বীদের উপর নির্যাতন, নিপীড়ন, ভাংচুর ও লুটপাট। এবার আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের পালা, অন্যায়ে প্রতিবাদ করুন, সনাত ধর্মালম্বীদের উপর আর নির্যাতন চলবেনা, আর আমাদের এই অন্যায়ের পতিবাদের জন্যই সংগঠনের জন্ম। আমাদের সংগঠনের উদ্দেশ্যঃ ১। সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় মূল্যবোধে ঐক্যবদ্ধ করা। ২। ধর্মীয় শিক্ষার জোরদার করা। ৩। ছিন্নমূল থেকে শুরু করে সনাতন সমাজের সকল অসহাদেরকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করা। ৪। বিভিন্ন কুসংস্কার ও গোঁড়ামিকে নির্মূল করা। ৫। সনাতন ধর্মের বিরুদ্ধে অপপ্রচার রোধ করা। ৬। সনাতন ধর্মালম্বীদের জন্য নিঃস্বার্থ ভাবে কল্যানমূলক কাজ করা। আপনাদের সবাইকে আমাদের সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য উদার্ত্ত আহব্বান জানাছি। : ধন্যবাদন্তে : ইঞ্জিনিয়ার প্রদীপ চন্দ্র হাওলাদার ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি মধু জাগ্রত সনাতন ধর্ম ঐক্য পরিষদ জাগ্রত সনাতন ধর্ম ঐক্য পরিষদ

No comments:

Post a Comment