মাদারীপুরে সরস্বতী মন্দির ও প্রতিমা ভাংচুর
মাদারীপুরে সরস্বতী মন্দিরের অস্থায়ী স্থাপনা ও প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত মুস্লিম মৌ্লবাদীরা । সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের উত্তর বিরাঙ্গনে রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সোমবার সকালে স্থানীয়রা মন্দির ও প্রতিমা ভাংচুর দেখতে পেয়ে সদর থানায় খবর দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় সংখ্যালঘু পরিবারের সদস্যদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ধুরাইল ইউনিয়নের পুজো আয়োজক কমিটির সহসভাপতি শুভ্র কুমার ম-ল জানান, ‘রবিবার রাতে পুজোর অনুষ্ঠানে গান বাজানো হলে বাধা দেয় স্থানীয় নুরুজামাল বেপারী, জীবন খলিফা, সোহাগ বেপারী ও সুমন বেপারী। এ নিয়ে তাদের সঙ্গে কথার কাটাকাটি হলে তারা কমিটির সদস্যদের মারধর করে। এরপর রাত ১২টার দিকে তারা এ ঘটনা ঘটায়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল জানান, ‘এই ঘটনায় ইতোমধ্যেই পুলিশী তদন্ত শুরু হয়েছে।
No comments:
Post a Comment