আপনি জানেন কি?
পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ার জাতীয় গ্রন্থ বাল্মীকি রামায়ন।প্রায় পাঁচহাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ২০ কোটিরও বেশি মুসলমান বাস করে যা মোট জনসংখ্যার শতকরা ৮৮ শতাংশ।তেরশো শতাব্দী পর্যন্ত বর্তমান ইন্দোনেশিয়া হিন্দুদের অধীনে ছিল।এরপর মুসলমান ও পরবর্তীতে ব্রিটিশদের দখলে আসে।তবুও দেশটির বেশ কিছু বৃহত্তম দ্বীপে আজও হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, এদের মধ্যে বালি দ্বীপ অন্যতম।রামায়নের সাথে বর্তমান ইন্দোনেশিয়া গভীরভাবে জড়িয়ে আছে।ভগবান শ্রীরামচন্দ্রের চরণ স্পর্শ বর্তমান মুসলমান অধ্যুষিত ইন্দোনেশিয়াতেও পড়েছিল।ইন্দোনেশিয়ার সরকার তাই রামায়নকে জাতীয় গ্রন্থ হিসাবে স্বীকৃতি দিয়েছে।
আজ একশো কোটি হিন্দুর দেশ ভারতে গীতাকে জাতীয় গ্রন্থ করবার প্রস্তাবের বিরোধীতা করেছে কথিত সেক্যুরা।এদের মত পাপী নরাধম পৃথিবীতে আর আছে কি না সন্দেহ হয়। গীতাকে তোরা ধর্মগ্রন্থ না মানিস, ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা ও দর্শনের নিদর্শন হিসাবেও তো গীতাকে জাতীয় গ্রন্থ করাতে আপত্তি দেখি না। শত কোটি ধিক্কার জানায় তাদের যারা গীতাকে জাতীয় গ্রন্থ করবার বিরোধীতা করেছে।
আসুন শ্রী শ্রী গীতাকে জাতীয় গ্রন্থ করতে সকলে জনমত গড়ে তুলি।
আপনার মূল্যবান মতামত দিন...
ফটো ক্রেডিট: ডা: বিকাশ মাহাতো
Post credit: BHBJS
আপনার মূল্যবান মতামত দিন...
ফটো ক্রেডিট: ডা: বিকাশ মাহাতো
Post credit: BHBJS
No comments:
Post a Comment