"https://www.facebook.com/sonatandhormo>

Tuesday, January 13, 2015

'নমস্তে' বা 'নমস্কারের' অর্থ।

                                           'নমস্তে' বা 'নমস্কারের' অর্থ।
কারো পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করা কোন মানুষের উচিত ও কর্তব্য নয়।সনাতন ধর্মাবলম্বী জনসমাজের মধ্যে নমস্তে বা নমস্কার সম্ভাষণ ব্যাপক প্রচলন হোয়া দরকার। নমস্তের অর্থ আমি আপনাকে মান্য,ভক্তি ও শ্রদ্ধা করছি।আবার বড় কেহ ছোটদের এই সম্ভাষণ করলে অর্থ হয় আমি তোমাকে স্নেহ করি,আদর করি আর ভালবাসি।পবিত্র বেদ বলে- "বেদরামমক চদ্রে হব্দে বিক্রমার্কস্য ভুপতেঃ! নভস্যে সিত সপ্তম্যাং সোম্যে পূর্তিমগাদিযম!!" অর্থ মানব সমাজ একে অপরকে নমস্তে বা নমস্কার করলে মানুষের মাঝে যে পরম পিতা বা ঈশ্বর আছেন তাকেও ভক্তি,শ্রদ্ধা ও সম্মান করা বুঝায়।
                              

                                                           জয় হরিবল 

No comments:

Post a Comment