__হরি দিনতো গেল__
হরি দিনতো গেল
সন্ধ্যা হলো
পার করো আমারে।
তুমি পারের কর্তা
শুনে বার্তা
তাই ডাকি তোমারে।।
আমি আগে এসে
ঘাটে রইলাম বসে।
যারা পাছে এলো
আগে গেল
আমি রইলাম পারে।।
শুনি কড়ি নাই যার
তুমি তারেও করো পার।
আমি দীন ভিখারী
নাইতো কড়ি
দেখ ঝুলি ঝেড়ে।।
আমার পাড়ের সম্বল
দয়াল নামটি কেবল।
তাই দয়াময় বলে
ডাকি তোমায় হে
অধম তারণ বলে
ডাকি তোমায় হে
ফকির কেঁদে আকুল
পাড়ে অকূল পাথারে সাঁতারে।।
No comments:
Post a Comment