||চট্রগ্রাম নার্সিং কলেজের
শিক্ষিকা অঞ্জলী রানী দেবীকে কুপিয়ে হত্যা||
কর্মস্থলে যাওয়ার পথে প্রকাশ্য
দিবালোকেকুপিয়েহত্যাকরাহয়েছেচট্টগ্রাম
নার্সিং কলেজের
শিক্ষিকা অঞ্জলী রানী দেবীকে (৫০)।
গতকাল শনিবার সকালে নগরের
পাঁচলাইশ থানার তেলপট্টি এলাকায়
তাঁর ওপর হামলা হয়।
সকাল সাড়ে ৮টার
দিকে নগরীর পাঁচলাইশ থানার
তেলপট্টি এলাকায় অঞ্জলী দেবীর ওপর
হামলা চালায় মুখোশধারী চার যুবক।
তারা শিক্ষিকার মাথায়
এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।
তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ
হাসপাতালে নেওয়ার পর
দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু
হয় বিস্তারিত পড়ুন. ।http://www.kalerkantho.com/print-edition/last-page/2015/01/11/173843
No comments:
Post a Comment