ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র কপিলাস।
সমুদ্র সমতল থেকে ২২৩৯ ফুট উচ্চতায় এখানে আছে প্রচুর মন্দির।
সে কারণেই মন্দিরময় কপিলাসকে
ওড়িশার কৈলাস বলেও ডাকা হয়।
জেলা সদর ঢেঙ্কানল থেকে মাত্র ২৬
সে কারণেই মন্দিরময় কপিলাসকে
ওড়িশার কৈলাস বলেও ডাকা হয়।
জেলা সদর ঢেঙ্কানল থেকে মাত্র ২৬
কিলোমিটার দূরে কপিলাস স্বাস্থ্যকর
জায়গাও বটে! স্থানীয় বাসিন্দাদের
বিশ্বাস, এখানের ঝর্নার জলে নানা রোগের উপশম হয়। পূর্বঘাট
পর্বতমালায় ঘেরা কপিলাসের প্রাকৃতিক শোভা উপভোগ করার মতো। শাল,
সেগুন, কেন্দু, জারুল এবং মহুয়ার বন
চোখে পড়ে এখানে। স্থানীয়দের
বিশ্বাস, কপিলাস শিবের বাসস্থান।
পাহাডের উপরে মূল মন্দিরটি রয়েছে।
১৩ শতকে গঙ্গা সাম্রাজ্যের রাজা প্রথম
নরসিংহদেব নির্মাণ করেন এটি।
অসাধারণ কারুকার্যময় চন্দ্রশেখরের
এবং শ্রীনারায়ণের মন্দির ছাড়াও
কপিলাসের অন্য দর্শনীয় স্থানগুলির
মধ্যে রয়েছে ডিয়ার পার্ক সায়েন্স
পার্ক , সপ্তশয্যা। কপিলাস
থেকে মাত্র ১১ কিলোমিটার
দূরে অরণ্যময় পরিবেশে সপ্তঋষির
তপস্যাস্থল সাত পাহাড়,
গুহা এবং ঝর্না পরিবেষ্টিত এই
স্থানটিও অসাধারণ। এখানে রয়েছে সপ্তর্ষী রঘুনাথ মন্দির। কথিত, এখানেই
পাণ্ডবরা লুকিয়ে ছিলেন। এ ছাড়াও
কপিলাসের অন্যতম আকর্ষণ গুহা।
প্রচুর প্রাচীন গুহা রয়েছে এখানে।
No comments:
Post a Comment