আমাদের ধর্মে আমরা কিছু জিনিস এমনভাবে মিলিয়ে-মিশিয়ে জগাখিচুড়ী করি যাতে আসল ধর্মের কথা চাপা পরে যায়।
কেউ হয়ত দেব-দেবীদের ভগবানের আসনে বসিয়ে দিচ্ছেন, কেউ তার গুরুদেবকে, কেউবা কোন মহা-মানবকে।
একটা কথা স্পষ্ট যে পরমেশ্বর ভগবান এক ও অদ্বিতীয়, তিনি বারে বারে বিভিন্ন রুপ নিয়ে যখন জগতে আসেন তখন তাকে অবতার বলে।
আর বাকি সবাই ভগবানের সেবক, সে দেব-দেবী হোক আর অন্য যে কোন প্রাণী।
এবার আসুন ভগবান কে? এই প্রশ্নের উত্তর খুঁজি।
ব্রহ্মসংহিতায় (সৃষ্টিকার্যে নিয়োজিত) ব্রহ্মা বলেছেন,
ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ।
অনাদিরঃ আদি গোবিন্দ, সর্বকারনঃকারনাম্।।
অর্থাৎ, কৃষ্ণই পরম ঈশ্বর, যাঁর বিগ্রহ সর্বদা আনন্দদায়ক। তিনি সকল অবতারেরও আদি, এবং সকল কারনের কারন।।
এবার এটা স্পষ্ট যে ভগবান সয়ং কৃষ্ণ। বেদেও সেটাই বর্ণীত আছে সুস্পষ্টভাবে। বেদ সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ, যেখানে অধিকাংশ শ্লোক শ্রীকৃষ্ণকে নিয়ে।
অনেক জন্মের সুক্রিতির ফলে ভগবানকে জানা যায় চেনা যায়।
আর এই জন্য অন্ধ বিশ্বাস থেকে নয়, জেনে শুনে ধর্মের দিকে এগোতে হবে।
জানতে হবে, আমি কে? ভগবান কে? কি আমার কর্তব্য? আজকের আমরা জানলাম ভগবান সম্পর্কে, বাকি প্রশ্নের উত্তর আসছে সামনে........
আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।
No comments:
Post a Comment