"https://www.facebook.com/sonatandhormo>

Tuesday, January 13, 2015

ভারতকে নিন্দা জানালেন ইসরাইল

ভারতকে নিন্দা জানালেন ইসরাইল..

ইসরাইলের
প্রধানমন্ত্রী বেঞ্জামিন
নেতানিয়াহু ভারতকে মুসলিম
তোষণকারী
দেশ হিসেবে আখ্যায়িত করেছেন ।
তিনি আরো বলেন যে,
ফ্রান্সে মারাত্নক
জঙ্গি হামলার পর
থেকে সারা ইউরোপে ইসলাম
নিষিদ্ধের
ডাক উঠেছে ।অথচ ভারত দিন দিন
মুসলিম তোষণ করে ইসলাম প্রচার
করছে ।
ইসরাইল ভারতের বন্ধু রাষ্ট্র ।তাই
ইউরোপ, আমেরিকা,
চীন_জাপান_মায়ান
মার, অষ্ট্রেলিয়া এবং ইসরাইল
প্রত্যেকের উচিত হবে ভারতের
পাশে দাঁড়ানো ।
সেটা না করলে দ্বাদশ
শতাব্দীর মতো ভারত আরেকবার
মুসলিমদের দখলে চলে যাবে
ইজরাইলের প্রধান মুন্ত্রি দাবি করেন যে,
পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী ও তাদের
কর্মরা, বামপন্থি দল, তৃণমূল কংগ্রেস,
কংগ্রেস, বহুজন সমাজবাদি পাটি, ও
সেকুলার সহ নিজ সাথে অনেকে মুসলিম
তোষন করছে।
ঠিক বিজেপি একই পথে চলছে। যার
কারণে ভারতে জঙ্গি হামলার
আশাঙ্কা রয়েছে।
তিনি ভারত কে আর যাতে অন্ধকারে না যায়
মে জন্য ভারতীয় নেতাদের সজাগ থাকার
আহবান করেন।

No comments:

Post a Comment