প্রশ্নঃ আমি জীবনে কখনো অন্যায় করিনি,তবে কেন আমাকে এত কষ্ট পেতে হচ্ছে?
উত্তরঃ "আমি জীবনে কখনো অন্যায় করিনি, কারো ক্ষতি করিনি,আমি সম্পূর্ণ নির্দোষ"- এই ধরনের কথা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়।আমার দোষ আছে বলেই তো এই জড়জাগতিক ধরণীতে পতিত হয়েছি। নইলে তো আনন্দময় ধামে অবস্থান করতাম।
→ কৃষ্ণ নাম ভুলে যাওয়ার দরুনই আমরা দুঃখ সাগরে পতিত হয়েছি।
→ প্রতি পদে পদে আমি পাপাচার করছি।
→ জ্ঞাতে, অজ্ঞাতে কত শত প্রাণী হত্যা করছি পদতলে।
→ কতশত ক্ষুদ্র জীব শ্বাসকার্যের সময়ে হত্যা করেছি।
→ আগুন জ্বালিয়ে কতপ্রাণী দাহ করছি,
→ অথচ আমি দোষী নই। হাহাহাহাহা এসব দুঃখ, কষ্ট, পাপ যা জ্ঞাত, অজ্ঞাত যাই হোক না কেন,
এ থেকে মুক্তির উপায় একমাত্র হরিনাম সংকীর্তন।
→ প্রতি পদে পদে আমি পাপাচার করছি।
→ জ্ঞাতে, অজ্ঞাতে কত শত প্রাণী হত্যা করছি পদতলে।
→ কতশত ক্ষুদ্র জীব শ্বাসকার্যের সময়ে হত্যা করেছি।
→ আগুন জ্বালিয়ে কতপ্রাণী দাহ করছি,
→ অথচ আমি দোষী নই। হাহাহাহাহা এসব দুঃখ, কষ্ট, পাপ যা জ্ঞাত, অজ্ঞাত যাই হোক না কেন,
এ থেকে মুক্তির উপায় একমাত্র হরিনাম সংকীর্তন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
No comments:
Post a Comment