• বিজ্ঞান যখন বলে, পৃথিবীর বুকে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল জলে ― তখন তা আপনি বিশ্বাস করেন ।
কিন্তু হিন্দু ধর্ম যখন বলে সৃষ্টির দেবতা ব্রহ্ম দেবের আবির্ভাব হয়েছিল জলে ― তখন তা আপনি বিশ্বাস করেন না ।
• বিজ্ঞান যখন বলে, পৃথিবীতে প্রাণী জগতের বিবর্তন হয় জলজ প্রাণী থেকে > উভচর থেকে > স্থলজ থেকে >চতুষ্পদ তৃণভোজি থেকে > মাংশাসি থেকে >দ্বীপদি প্রাণীতে ― তখন তা আপনি বিশ্বাস করেন ।
অথচ হিন্দু ধর্ম যখন মত্স > কূর্মা > বরাহ > নৃসিংহের কথা বলে ― তখন তা আপনি বিশ্বাস করেন না ।
• বিজ্ঞান যখন দেখায়, মানুষের মস্তিষ্কে দুটি চোখের মাঝখানে পিনিয়াল নামক এক গ্রন্থি আছে ― তখন তা আপনি বিশ্বাস করেন ।
অথচ হিন্দু ধর্ম যখন দেখায়, শিবের কপালে তৃতীয় নয়ন আছে ― তখন তা আপনি বিশ্বাস করেন না ।
• বিজ্ঞান যখন, অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট, সার্জারির কথা বলে ― তখন তা আপনি বিশ্বাস করেন ।
অথচ হিন্দু ধর্ম যখন গণেশের কাটা মাথা জোড়া দেওয়ার কাহিনী বলে ― তখন তা আপনি বিশ্বাস করেন না ।
• বিজ্ঞান যখন অ্যাটোমিক ওয়েপন, নিউক্লিয়ার ওয়েপন নামক ভয়ঙ্কর অস্ত্রের কথা বলে ― তখনতা আপনি বিশ্বাস করেন ।
কিন্তু হিন্দু ধর্ম যখন আপনাকে ব্রহ্মাস্ত্র, পশুপাতাস্ত্রের মত ধ্বংসাত্বক অস্ত্রের কথা বলে ―তখন তা আপনি বিশ্বাস করেন না ।
হায়রে সমাজ, মানুষ সেই কুসংস্কারাচ্ছন্ন আদিম যুগেই পড়ে রয়েছে, এদের জীবনে এখনও সনাতন নামক বিজ্ঞানের ছোঁয়া লাগেনি । এদের প্রত্যেককেই হিন্দুধর্মের ঘরে ফেরাতে হবে ।
জয় সনাতন ।
No comments:
Post a Comment