শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র:
হে কৃষ্ণ করুণাসিন্ধো দীনবন্ধো জগৎ পতে ।
গোপেশ গোপিকা কান্ত রাঁধাকান্ত নমোহস্তু তে ।।*****************************************************************
৮৪লক্ষ জন্মের মধ্যে ৮০ লক্ষ হচ্ছে বিভিন্ন পশু-পাখি ও কীট-পতঙ্গের গর্ভে জন্ম। আর বাকি ৪ লক্ষ হচ্ছে মানুষ গর্ভে জন্ম। তাই বড় দুর্লভ এই মানব জন্ম। পরজন্মে যে মানুষ রুপে জন্ম নিব তার কোন নিশ্চয়তা নেই।
গীতায় ভগবান বলেছেন-
যমযমঅপিস্মরনভাবম্ত্যাজতিঅন্তেকলেবরম্।
তম্তম্ এব এতিকৌন্তেয়সদাতত্ভাব ভাবিতঃ।।৮/৬
অর্থ-মৃত্যুর সময় যিনি যেভাবে স্মরন করে দেহত্যাগ করেন,তিনি সেই ভাব ভাবিত তত্ত্বকেই লাভ করেন।
অন্তকালেচমাম্এবস্মরনমুক্তাকলেবরম্।
যঃপ্রয়াতিসঃমদ্ভাবম্যাতিনাস্তিঅত্রসংশয়।।৮/৫
অর্থ-মৃত্যুর সময় যিনি আমার স্মরন করে দেহত্যাগ করেন,তিনি তত্ক্ষণাত্ আমার ভাবই প্রাপ্ত হন।এবিষয়ে কোন সন্দেহ নাই।এজন্য প্রয়োজন অবিরাম কৃষ্ণ যোগের নিমিত অভ্যাস। খাওয়ার সময়, কাজের ফাঁকে, ঘুমানোর আগে এমনকি আঘাত পেলেও আমাদের মুখের বুলি হতে হবে-“হরে কৃষ্ণ!হরে কৃষ্ণ!” ।
তবেইতো ঘুমের ঘোরেও নিজের অজান্তে কৃষ্ণনাম মুখ দিয়ে বেরিয়ে আসবে।
No comments:
Post a Comment